যুবকের নাম সাইয়্যিদ আহমদ শহীদ রহ.। ১৭৮৬ খৃষ্টাব্দে অযযাদ্ধার অর্ন্তগত রায়বেরেলীর এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বাল্যজীবনেই তাঁর মধ্যে পরিলক্ষিত হয় সামরিক প্রতিভার স্বাক্ষর। স্বদেশের উপর ইংরেজদের আগ্রাসী তৎপরতা বাল্যকাল থেকেই বিচলিত করে তুলেছিল এই মহান মর্দে মুজাহিদকে। স্বদেশের মুক্তি এবং মুসলিম ঐতিহ্য পুনরুদ্ধারের স্বপ্ন তাঁকে তাড়িত করতাে অনিশ। ইসলাম সম্পর্কে বস্তুনিষ্ঠ জ্ঞান আহরণ ও আধ্যাত্ম সাধনার মাধ্যমে মহান প্রতিপালকের সাথে আপন হৃদয়ের বন্ধনকে গভীর করা এবং ঐশী প্রেমের অমিয় ধারায় নিজেকে বিলীয়ে দেয়ার তীব্র বাসনা তাঁকে তাড়িত করতাে ভীষণভাবে। তাই স্বদেশ ছেড়ে তিনি এসে উপস্থিত হন দিল্লীতে শাহ আব্দুল আযীয রহ, -এর দরবারে। | তিনি তাঁকে তরবিয়ত করে খেলাফত দিয়ে দিলেন। যুবক সাইয়্যিদ আহমদ শহীদ রহ. ফিরে গেলেন স্বদেশে।
Reviews
There are no reviews yet.