লেখকnআমরা সরল পথে চলতে চাই, হক্ব জানতে চাই। অথচ সুপথ পেতে হলে রব হিসেবে আল্লাহকে মেনে তাগূতকে বর্জন করতে হবে; জীবনাদর্শ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অনুসরণ করে এবং তাকে অনুকরণীয় আদর্শ হিসেবে মানতে হবে। রাসূলের জীবনেই রয়েছে উত্তম আদর্শ। জীবনের সকল ক্ষেত্র থেকে বাতিলকে পরিত্যাগ করতে হবে। নারী জাতীর জন্য পর্দা একটি গুরুত্বপূর্ণ বিধান। আল্লাহ তা‘আলা নারীদের ইজ্জত, সম্ভ্রম ও সম্মান রক্ষার জন্য পর্দার বিধানকে বাধ্যতামূলক করেছেন। পর্দা নারীর সৌন্দর্য, নারীর ইজ্জত এবং সুরক্ষা। পর্দাহীন নারী বাকলহীন কলার মত, যার উপর মশা-মাছি বসার কারণে কেউ তা গ্রহণ করতে চায় না। বাজারে তার কোনো দাম নেই। অনুরূপ নারীও যখন ঘরের বাইরে পর্দাহীন অবস্থায় বের হয়, তখন সমাজে তার কোনো দাম থাকে না। বইটি পর্দার গুরুত্ব, পর্দাহীনতার পরিণতি, পর্দার বিধান ইত্যাদি বিষয় নিয়ে কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করা হয়েছে।
Reviews
There are no reviews yet.