আমর : আমরা ফিরে যেতে আসিনি। তাছাড়া মুসলমানদের স্বভাব এমন নয় যে, বেসবর হয়ে তারা যুদ্ধের ময়দান থেকে ফিরে যাবে। সেপাহী : তাহলে এভাবে আমরা আর কতােদিন এই দুর্ভেদ্য দুর্গ অবরােধ করে বসে থাকবাে? এতে তাে আমাদের কোনাে লাভ হচ্ছে। ? ওরা বেরিয়ে এসে আমাদের সাথে যুদ্ধ করছে না। আবার আমাদের সন্ধির প্রস্তাবও মেনে নিচ্ছে না। খাদেম : মহামান্য আমীর, আমাদের পাথেয় প্রায় শেষ হয়ে। এসেছে। আমর : তুমি চিন্তা করাে না। আল্লাহ তাআলা সময় মতাে সবকিছুর ব্যবস্থা করে দেবেন। সেপাহী : আমীর! আপনি বােঝার চেষ্টা করুন। এভাবে বসে থেকে আমাদের কোনােই লাভ হচ্ছে না। আপনি দয়া করে অবরােধ উঠিয়ে নিন। আমরা ফিরে যাই।
Reviews
There are no reviews yet.