প্রথম পর্ব ? অবিশ্বাসের ভাইরাস। সুস্থতা আল্লাহ তায়ালার অনেক বড় এক নিয়ামত। অসুস্থতাও নিয়ামত। যখন আমরা অসুস্থ হই, তখন আমরা সুস্থতার কদর বুঝতে পারি সহজেই। কিছু মানুষ আছে তারা যখন অসুস্থ হয় তখন আল্লাহকে বেশি স্মরণ করে, কিন্তু সেই সাথে তাদের অভিযােগের শেষ থাকে না। একবার এক আল্লাহর ওলীর কাছে এক ব্যক্তি অভিযােগ করেছিল যে, হুজুর আমি অসুস্থ। তখন তিনি বলেছিলেন শুকরিয়া আদায় করাে। কিন্তু সেই ব্যক্তি অবাক হয়েছিল এই ভেবে যে, আমি এসেছি আমার অসুস্থতার পেরেশানি নিয়ে আর উনি বলছেন শুকরিয়া আদায় করতে। হুজুর তখন ঐ লােককে বলেছিলেন, তােমার যদি মাথায় ব্যথা থাকে তখন এটি তােমার একটি অস্বস্তির কারণ। কিন্তু মাথাব্যথা বাদ দিলে তােমার চোখ, কান, হাত, পা ইত্যাদি সব তাে ঠিকমতাে কাজ করছে। অন্তত সেগুলাের জন্যও তাে শুকরিয়া আদায় করা দরকার। তুমি যে খারাপ অবস্থায় আছ, তােমার এই খারাপ অবস্থার চেয়ে আরাে অনেক খারাপ অবস্থা হতে পারত। লােকটি তখন বুঝতে পারল এবং সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করল। আমাদের নিজেরা যখন সামান্য অসুস্থ হই, তখন তা খুব একটা গুরুত্ব দিই না।
Reviews
There are no reviews yet.