উলামায়ে কেরাম বলেন, কিয়ামতের আলামত দু’প্রকার : (১) আলামাতে সুগরা (ছােট ছােট আলামত), (২) আলামতে কুবরা (বড় বড় আলামত)। আলামতে সুগরা হলাে যা’ কিয়ামতের পূর্বে দীর্ঘদিন যাবৎ ক্রমান্বয়ে ঘটতে থাকবে। আর আলামতে কুবরা হলাে যা’ কিয়ামতের নিকটবর্তী সময়ে দ্রুত একের পর এক ঘটতে থাকবে। আলামতে সুগরার অধিকাংশই ঘটে গিয়েছে ও ঘটছে। আমরা এখন বড় বড় আলামতের প্রতীক্ষায় আছি। কবে না জানি সেগুলাে ঘটতে শুরু করে! আলামতে সুগরা অনেক যা হাদীছ শরীফের কিতাবগুলােতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা প্রথমে সংক্ষেপে আলামতে সুগরা সংক্রান্ত কয়েকটি হাদীছ আলােচনা করব। অতঃপর আলামতে কুবরাগুলাে বিস্তারিত আলােচনার আশা রাখছি ইনশাআল্লাহ্।
Reviews
There are no reviews yet.