আমার জন্ম তাে হয়েছিলাে বহু আগে সভ্য বেশে, তবে আমি যেই সংসারে জন্মেছিলাম সেখানে ছিলােনা সভ্যতার কোনাে রং, ছিলােনা | কোনাে সভ্য লােকের গমনাগমন। সে সমাজে বাস করতােনা লজ্জায় | রাঙ্গিয়ে গুটিয়ে পরা কোনাে সুভাসিত ফুল। তবে সে সমাজ হেঁয়ে ছিলাে নির্লজ্জতার বেড়াজালে। এমন সমাজে জন্মে আমি কতােদিন সভ্যতায় মােড়ানাে চাদরে নিজেকে আড়াল করে রাখতে পারি?.. আজ নয়তাে কাল এ অসভ্যতা আমাকে তাে নিজের উষ্ণ চাদরে জড়াবেই, সেটা কেউ না বললেও আমি জানি। আমার মনে কখনােই এ সমাজ সম্পর্কে কোনাে ক্ষোভ জন্মেনি, এখানে থাকা সামাজিকদের কোনাে ভুল কখনাে চোখে পড়েনি, তাদের ব্যাপারে কোনাে তুচ্ছ জ্ঞান হয়নি কোনাে দিন।
Reviews
There are no reviews yet.