“গল্পে গল্পে একদিন” বইটির ‘লেখকের কথা’ অংশ থেকে নেয়াঃnবিধর্মীরা সংঘবদ্ধভাবে আজ মুসলমানদের ঈমান ও আকিদা ধ্বংস করতে অগ্রণী ভূমিকা পালন করছে, সময়ের সাথে পরিবর্তিত হয়ে ক্রমেই আমরা তাদের উপর নির্ভরশীল হয়ে পরছি। আমরা ভুলে যাচ্ছি আমাদের হারানাে অতীত। এর শেষ কোথায় তার উত্তর হয়তাে আমাদের জানা নেই কিংবা জেনেও সেই বিষয়গুলােকে এড়িয়ে চলতে চেষ্টা করি সবসময়।nতাই আকাবেরদের পবিত্র যবান থেকে বের হওয়া এবং বিভিন্ন কিতাবাদী থেকে উপদেশমূলক ঘটনার বর্ণনাগুলােকে একত্রিত করে বইটিকে সাজিয়েছি যাতে ইসলাম ও মুসলিম সমাজ নিজেদের সেই ফেলে আসা অতীতকে স্মরণ করতে পারে। আমাদের সেই পুরােনাে গৌরব ফিরিয়ে আনতে বইটি আমার ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।
Reviews
There are no reviews yet.