সেজদায় শুয়ে থাকতে ইচ্ছা করছে, হঠাৎ মাটি অসম্ভব জোরে কেঁপে উঠলাে। সেজদা থেকে উল্টিয়ে পড়ে গেলাে রাহাত। ব্যথায় কুঁকড়ে গেলাে শরীর। মুখে কিসের যেন গুড়াে পড়ছে। উপরে তাকিয়ে দেখলাে, বাড়ির ছাদ ভেঙ্গে পড়ছে! ছুটে ও ঘর থেকে বেরিয়ে পরলাে। বেরিয়ে যা দেখলাে তাতে তার চোখ প্রায় কপালে উঠে যাওয়ার অবস্থা। ওর বাড়ি ঘর এলাকা কি করে যেন অদৃশ্য হয়ে গেছে। সেখানে | আছে এক বিশাল ধবধবে সাদা মাঠ। সেই মাঠে দাঁড়িয়ে আছে | পিঁপড়ার মতাে পিলপিল করা মানুষ। যদিও এমন দৃশ্য নিজের চোখে দেখতে হবে ভাবেনি, এসব দৃশ্যের বর্ণনা ও বইয়ে পড়েছে।
Reviews
There are no reviews yet.