“সঙ্গে গেরা” একটি পাহাড়ের নাম। এর আশপাশের পাহাড়গুলাে সবুজ শ্যামল হলেও এটি একটি পাথুরে পাহাড়। শীত, বসন্ত সব সময়ই অনন্য নান্দনিকতার মূর্তপ্রতীক। অন্য পাহাড়গুলাে ফল ফুল ও বড় বড় বৃক্ষরাজি বুকে ধারণ করে গর্বে আরও উঁচু হতে চাইলেও এই “সঙ্গে গেরার গর্ব একটিই, সে সবার সেরা। কারণ এ অঞ্চলের সর্ববৃহৎ ঝর্ণাটি তারই বুক চিরে বেরিয়ে এসেছে। মাহমুদাবাদ, ফয়জাবাদ ও ফিরােজাবাদের একমাত্র সঞ্জীবনী সুধা এই ঝর্ণা। এ অঞ্চলের আঙ্গুর আপেলের বাগানগুলাে এর পানিতেই সিঞ্চিত হয় যুগ যুগ ধরে। এরই জল ধরে কৃষকেরা নিশ্চিন্ত মনে রকমারী ফসল ফলায়। আঞ্চলিক ভাষায় এই ঝর্ণার নাম “এনে বুরদ”। এর অমৃত সুধা একদিকে যেমন ঠাণ্ডা, অপর দিকে সুমিষ্ট। শ্রান্ত পথিক ক্লান্তি জুড়ায় এই ঝর্ণার সুধা পানে। প্রকৃতিপ্রিয় দর্শনার্থীর চক্ষু শীতল হয় এর অপরূপ সুষমা দর্শনে। কর্ণকুহরীতে বাজে এর মন মাতানাে কুল কুল গান।
Reviews
There are no reviews yet.