বই এর কিছু অংশ: ছাগল যেভাবে গৃহপালিত হলাে এককালে একলােক একটি ছাগল পালতাে। আদর যত্ন করে খাওয়াতাে ছাগলটিকে। থাকার সুব্যবস্থাও করেছিলাে তার জন্য; কিন্তু একসময় ছাগলটি প্রয়ােজনের চেয়েও বেশি বােঝা আরম্ভ করে দিল। তাই সে চিন্তা করলাে‘এভাবে আর ঘরের কোণে পড়ে থাকা নয়। আমাকে হতে হবে মুক্ত-স্বাধীন। খেতে হবে সবুজ-শ্যামল খাবার। চরে বেড়াতে হবে উন্মুক্ত প্রান্তরে। যেই ভাবনা, সেই কাজ। ছাগলটি ছুট দিল একদিন। চলে গেলাে গহীন জঙ্গলে। সারাদিন হেঁটে হেঁটে ক্লান্ত সে। পুরাে দিনে পেটে একটুও দানা পানি পড়েনি তার। অবসন্ন ছাগল বসে পড়লাে একটি গাছের নিচে। ওমনি তাকে ঘিরে ধরলাে বনের সব পশু। কার আগে কে খাবে, এ নিয়ে প্রতিযােগিতা শুরু হয়ে গেলাে। অবশেষে ধূর্ত শিয়াল পণ্ডিত বললাে‘আচ্ছা, তােমরা ঝগড়া-বিবাদ করাে না। ওকে আমরা পশুরাজের কাছে নিয়ে যাই। তিনি আমাদের যে ফায়সালা দেন, আমরা সবাই তা মেনে নেবাে। ছাগলটাকে নিয়ে সবাই চলে গেলাে পশুরাজের ডেরায়। তিনি একটি জরুরী সভা করছিলেন। যাহােক, বেশ ফুরফুরে মেজাজে ঐ সভা শেষ হলাে। তখনই ছাগল নিয়ে পশুরা উপস্থিত হলাে তার দরবারে। পশুরাজ সবকিছু শুনে বললেনতােমরা কেউ ওকে খেতে পারবে না। ওকে দিয়ে আমার অন্য একটি কাজ আছে।’
Reviews
There are no reviews yet.