ছোটবেলায় পড়া রবিঠাকুরের কবিতাটি মনে আছে?nn“নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস,nওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।nনদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে;nকহে, যাহা কিছু সুখ সকলি ওপারে।”nnসুখ যে আসলে কোথায় তা সত্যিই বহুমানুষ এখনো জানে না। এপার থেকে ওপারে, ওপার থেকে এপারে—ঘর ছেড়ে বাইরে, বাহির থেকে ঘরে, সংসার ছেড়ে চাকরি, চাকরি ছেড়ে বোহেমিয়ান—চাতক পাখির মতো হন্যে হয়ে সুখ খুঁজছে সবাই; কিন্তু কোথায় সেই সুখ?nnসুখের উৎস যিনি, শুধু তিনি জানেন আসল সুখের সুলুক। ওপার থেকে এপারে এসেছি কদিনের জন্য সওদা করতে। সওদা ভালো হলে ওপারে ফিরে যাব নৌকোভরতি সদাই নিয়ে।nnআখের গোছাতে এসে এপারের যাত্রাপালার রঙিন জগতে ডুবে গেছি অনেকে। তাদেরকে সেখান থেকে তুলে নিয়ে সদাই বোঝাই করে অপেক্ষমাণ নৌকোয় তুলে দিতে রেহনুমা বিন্ত আনিসের বই ‘ওপারে’।
Reviews
There are no reviews yet.