মুখবন্ধ ২০১৭ সালের কথা। ক্যারিয়ার বাংলাদেশ’ আয়ােজিত একটি প্রােগ্রামে আমি ও বন্ধু নুর মুহাম্মদ হাজির হয়েছিলাম। ক্যারিয়ার বিষয়ক বিশেষ ক্লাস দিয়েছিলেন জনাব । ইউসুফ ইফতি স্যার। প্রজেক্টরের ব্যবস্থা ছিল। লেকচারের ফাঁকে ফাঁকে দৃশ্যায়িত হচ্ছিল জগৎজোড়া খ্যাতির শীর্ষে থাকা কীর্তিমান ব্যক্তিদের ছবি। হলভর্তি দর্শকদের অধিকাংশই ছিলাম মাদ্রাসাপড়য়া ছাত্র। দুঃখজনক হলেও সত্য, অনন্যোপায় হয়ে আমাদের গিলতে হচ্ছিল- বিল গেটস, আলিবাবা, জ্যাকমা, কেএফসি প্রতিষ্ঠাতা কর্নেল স্যান্ডারসের সফলতার কাহানি। ক্যারিয়ার বিষয়ক এ ক্লাসটি থেকে অন্য সবাই ক্যারিয়ারে সফল হওয়ার মন্ত্র শিখে গেলেও, আমি একটি প্রতিজ্ঞা বুকে ধরে মাদ্রাসায় ফিরেছিলাম। ইসলামী অঙ্গনের মনীষীদের জীবনঘনিষ্ঠ গল্প-ঘটনা, তাদের সফলতার আখ্যান, ব্যর্থতার উপাখ্যান, হার না মানা প্রত্যয়ােদ্দীপ্ত জীবনগল্পের আলােকে কিছু লিখব। এবং সে প্রতিজ্ঞার বাস্তব রূপ হচ্ছে ‘স্বপ্নের চেয়েও বড়’ বইটি। প্রতি বাস্তবায়নের পাশাপাশি কিছুটা দায়বদ্ধতাও ছিল। আমি আশাবাদী বইটি পাঠক সমাজের বহুদিনের চাহিদা পূরণ করবে। দীপ্তিময় হবে হতাশাগ্রস্ত মুখাবয়বগুলাে। মরচে পড়া জীবনে দেবে মহিমা। করবে প্রখর উজ্জ্বল। তবে বইটিতে আলােচনার প্রয়ােজনে ধর্ম,গােষ্ঠী ও দল-মত নির্বিভেদে ভিন্ন কয়েকজন সফল ব্যক্তিদের আলােচনাও উঠে এসেছে। এক্ষেত্রে পাঠকের কাছে অনুরােধ থাকবেশুধু তাঁদের ভাল দিকগুলােই গ্রহণ করবেন। বই প্রকাশের আনন্দঘন মুহূর্তে স্মরণ করতে চাই কয়েকজন মানুষকে। মাহদি রিয়াদ ভাই- যিনি অত্যন্ত সুচারুভাবে বইটির প্রাথমিক পরিমার্জন করে দিয়েছিলেন। তাওহিদ ভাই- বইয়ের পেছনে তাঁর উৎসাহ-অবদানের কথা অকপটে স্বীকার করছি। এবং বই প্রকাশের গুরুদায়িত্ব পালন করে ঋণের জালে আবদ্ধ করেছেন বােরহান আশরাফী ভাই। আল্লাহ তাঁদেরকে এবং বইয়ের সাথে সংশ্লিষ্ট সবাইকে উত্তম প্রতিদান দান করুন। আমীন।
Reviews
There are no reviews yet.