হিজাব কি কেবল এক টুকরো কাপড়, যা নারীর মুখ বা শরীর আবৃত করে রাখে? না, এটি একটি সংস্কৃতিকে প্রতিফলিত করে, যা দেখে পুরো পশ্চিম উদ্বিগ্ন হয়ে ওঠে।nnসমাজতান্ত্রিক ফ্রানজ ফানোঁ হিজাবের এই সাংস্কৃতিক তাৎপর্যকে প্রত্যক্ষ করেছিলেন-কীভাবে এটি আধিপত্যবাদকে মোকাবিলা করে নিজের সংস্কৃতির আলোয় দাঁড়িয়ে থাকতে উদ্বুদ্ধ করে।nnবাংলাদেশের প্রেক্ষাপটে হিজাবের এই নবতর সাংস্কৃতিক তাৎপর্য নিয়ে লিখেছেন ফাহমিদ-উর-রহমান।
Reviews
There are no reviews yet.