চারদিকে অন্ধকার অমানিশা। বিপন্ন মানবতার অন্তিম রোদনে আকাশ-বাতাস ভারি হয়ে আসছে। নৈরাজ্য, লুটতরাজ, ক্ষুধা, মৃত্যু আর বৈষম্যের অকূলপাথারে ডুবে রয়েছে সমগ্র জনপদ। কূলে ফেরার ব্যর্থ প্রচেষ্টায় বিপদগ্রস্ত শত শত বনি আদম। কেমন হতো, যদি এহেন ঘনঘোর সংকটে অকস্মাৎ হাজির হতেন ন্যায় ও ইনসাফের প্রতীক আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব (রা.)?nn
Reviews
There are no reviews yet.