ধর্ম, ভাষা, সংস্কৃতি আর ভৌগলিক পরিবেশ বিবেচনায় ৫৬ হাজার বর্গমাইলের এই ভূখণ্ডে ইসলামি রাজনীতি সকলের নিকট গ্রহণযোগ্য হওয়ারই কথা ছিল। কিন্তু আজতক তা প্রত্যাশিত পর্যায়ে নেই। বাংলাদেশের ইসলামপন্থিদের আটকাবস্থা ও সীমাবদ্ধতা নিয়ে পর্যালোচনা তাই খুবই প্রাসঙ্গিক। ইসলামি রাজনৈতি সংগঠনগুলোর ব্যাপারে রয়েছে অন্ধ বিরোধিতা; নয়তো অন্ধ সমর্থন। দুধরনের অদ্ধত্বকে উপেক্ষা করে ইসলামপন্থিদের দেখতে হবে তৃতীয় নয়নে।nnইসলামি রাজনীতি নিয়ে সত্যিকারের গবেষণা আমাদের দেশে হয় না। নানান মিথ আর প্রিজুডিশ ধারণা নিয়ে ইসলামি রাজনীতিকে উপেক্ষার সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে। আমরা এই গ্রন্থে বাংলাদেশের ইসলামি রাজনীতি নিয়ে একটা পূর্ণাঙ্গ ছবি আঁকতে চেয়েছি।nnইতিহাস গড়তে হলে ইতিহাস জানতে হবে, ইতিহাসের ব্যবচ্ছেদ করতে হবে। বাংলাদেশের ইসলামি রাজনীতি নিয়ে একটা কম্প্রিহেনসিভ স্ট্যাডি পাবেন এখানে। ইউনিক কিছু তথ্যের সন্নিবেশ দেখবেন, অনেক দুঃখগাঁথা পড়বেন, অনেক ঐতিহ্য জানতে পারবেন। সম্ভাবনার দরজায় আঘাত হানার স্পৃহা জাগবে, ইনশাআল্লাহ।
Reviews
There are no reviews yet.