একসময় বিভিন্ন কুইজ প্রতিযোগিতার প্রশ্ন থাকত- ‘ইউরোপের রুগ্ন দেশের নাম কী?’ উত্তর লিখতে হতো-‘তুরস্ক’। আজ সময়ের ব্যবধানে এমন প্রশ্ন কুইজ প্রতিযোগিতায় আর খুঁজে পাওয়া সম্ভব নয়। সময়, সুশাসন, কৌশল এবং ক্যারিশম্যাটিক নেতৃত্বের বদৌলতে তুরস্ক এখন বিশ্বের কোটি কোটি চোখের নজরবিন্দুতে। বসফরাসে তীর পেরিয়ে তুরস্ক এখন বিশ্ব রাজনীতির প্রভাবশালী এক শক্তি। ফিলিস্তিন সংকট, সিরিয়া যুদ্ধ, কাতার অবরোধ, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন ঘটনাবলিতে তুরস্ক প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে। এ নিয়ে বিশ্বমিডিয়াতে বিশ্ব-মোড়লদের প্রতিনিয়ত আলোচনা-সমালোচনা থেমে নেই। তাই স্বাভাবিকভাবে আমাদের দেশের সচেতন লোকদের আগ্রহের কেন্দ্রবিন্দু হলো তুরস্ক।nnএকসময় কট্টর সেক্যুলার রাষ্ট্র থেকে বর্তমান সহনশীল, নজরকাড়া উন্নয়ন এবং সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হওয়ায় এই দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে আগ্রহ, উদ্দীপনার যেন শেষ নেই। তুরস্কের উন্নয়ন কৌশল, রাজনৈতিক কৌশল এবং সরকারব্যবস্থা সম্পর্কে রাজনৈতিক মহলেও চুলচেরা বিশ্লেষণ চলছে সমানতালে। ভঙ্গুর, রুগ্ন এবং রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে একটি দেশ কীভাবে আজকের বদলে যাওয়া তুরস্কে পরিণত হলো-সেটাই তুলে ধরা হয়েছে এই বইতে। বাংলাদেশি তরুণ হাফিজুর রহমানের চোখ দিয়ে এক নতুন তুরস্ক দেখতে যাব এখন।
Reviews
There are no reviews yet.