আল্লাহ তাআলা কুরআনুল কারিম অবতীর্ণ করেছেন এবং এর মধ্যে মুমিনদের যাবতীয় খোরাক রেখেছেন। জীবনের সাথে আনুষাঙ্গিক সকল বিষয় আলোচনা করেছেন। বিশেষভাবে দিয়েছেন নানা নির্দেশ।nআল্লাহ তাআলা কুরআনুল কারিমের বিভিন্ন জায়গায় একই কথা বারবার বলেছেন। যার অর্থ একই। সেসব আয়াতের অর্থ এবং সংক্ষিপ্ত উদ্দেশ্যের আলোচনা দিয়েই সাজানো হয়েছে গ্রন্থটিকে। কুরআনুল কারিমে একই রকম শুনতে আয়াতগুলোকে একত্রিত করা হয়েছে এখানে।nসুরা এবং আয়াত নম্বর দিয়ে দেওয়া হয়েছে সাথেই। পাঠককে কুরআন নিয়ে ভাবতে শেখাবে বইটি, গবেষণার দ্বার উন্মোচন করবে। অলৌকিক কুরআনের বিস্ময় জানতে উদ্বুদ্ধ করবে। বইটি পাঠককে কুরআন পাঠে মনোযোগী এবং তাদাব্বুরের প্রতি আগ্রহী করবে।
Reviews
There are no reviews yet.