কোনো এক মনীষী বলেছিলেন—‘হ্যাঁ’ এবং ‘না’ হলো পৃথিবীর সবচেয়ে সহজ বাক্য। কিন্তু এ দুটি বাক্য উচ্চারণ করতেই মানুষকে সবচেয়ে বেশি ভাবতে হয়!nবিশ্বাসের ব্যাপারটাও তেমনই। বিশ্বাস-এর মতো সহজ কাজটাই বেশ কঠিন। কেননা বিশ্বাসের পথেই লুকানো থাকে অবিশ্বাসের চোরাবালি। নানা তন্ত্রমন্ত্র আর ইজমের বলি হয় পুষ্পিত, নির্মল সত্যগুলো। সন্দেহবাদ, নাস্তিক্যবাদ একে একে গ্রাস করতে থাকে দ্বীনের বুঝ থেকে যোজন যোজন দূরে থাকা অন্তরগুলোকে।nনাস্তিকতা বলতে মূলত স্রষ্টার সাথে সম্পর্কহীনতাকেই বোঝায়। আর স্রষ্টার সাথে যে মানুষটির কোনো সম্পর্ক নেই, সে তো আত্মপরিচয়হীন। আত্মপরিচয়হীন মানুষ আসলে অসহায়। এ ধরনের মানুষের অন্তরে একটা হাহাকার লুকায়িত থাকে। একটু বিশ্বাস করার, একটা আশ্রয় পাবার হাহাকার। ‘বিশ্বাসের অভিযাত্রা’ বইটি সেই রুক্ষ হাহাকারকে আন্দোলিত করবে বিশ্বাসের স্নিগ্ধ এক বাতাসে।nবিশ্বাসের পথ-পরিক্রমা সরল হলেও সে পথ খুঁজে পাওয়া খুব একটা সহজ কাজ নয়। নানান বাধা-বিপত্তিতে কণ্টকাকীর্ণ সে রাস্তা। বন্ধুর সে পথ পেরিয়ে সত্য দ্বীনের খোঁজ পেতে তাই হাতে থাকা চাই—‘বিশ্বাসের অভিযাত্রা’।
Reviews
There are no reviews yet.