হাজারো বিষয়ের সাথে সম্পৃক্ত রয়েছে আমাদের জীবন। জীবনের সাথে মিশেছে হাজারো প্রকরণ। প্রতিটি স্তরেই রয়েছে নানা আয়োজন প্রয়োজন বিয়োজন। বাস্তব পরিচালনার জন্য যার জ্ঞান অর্জন অত্যাবশ্যক।nজীবন পরিচালনার ক্ষেত্রে রয়েছে নানান দর্শন চিন্তা প্রবচন; যার অনুসরণ মানুষের জীবন পরিচালনার মাধ্যম। আমাদের জীবনচালনার জন্যও তেমনই এক দর্পণ দিয়েছেন মহান আল্লাহ।nআল্লাহ তাআলার সে দর্পণই ইলমে ওহি, যার জ্ঞান অর্জন আমাদের জন্য ফরজ। জীবনের বাঁকে সে দর্পণের বাস্তবায়নকে তিনি করেছেন অপরহিার্য এবং সে দর্পণ সম্পর্কে জ্ঞাত লোকদের দিয়েছেন আলাদা সম্ভ্রম।nওহির ইলম এবং তার ধারক—আলেমদের বিশেষ মর্যাদা আলোচিত হয়েছে বক্ষ্যমাণ গ্রন্থটিতে। আলোচিত হয়েছে তাদের সম্মান গুরুত্ব এবং মহত্ত্ব। ইলম পিপাসু পাঠকের জন্য বইটি অনন্য এক সংযোজন বলে বিবেচিত হবে।
Reviews
There are no reviews yet.