সলাতের প্রাণকে খুশু-খুজু বললে অত্যুক্তি হয় না।এ প্রাণকে যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। তার এর প্রতিবন্ধক সবকিছু থেকে মুক্ত এক মুখ্য দাবি। এমনই এক প্রতিবন্ধত হচ্ছে রঙিন জায়নামায যা সলাত হতে মনোযোগকে কেড়ে নিয়ে যায়, অঙ্কিত নক্সার পানে, যেতে বাধ্য। কেননা নকশার পানে আকৃষ্ট হয়েছেন, সকলের প্রিয় ও শেষ নবী মুহাম্মাদ স.। তাই এ থেকে সবাইকে সতর্ক করেছেন অতীব গুরুত্বের সঙ্গে।কিন্তু আমরা!!! জায়নামায বিছানো না হলে যেন মনে তৃপ্তি আসে না। যথারীতি প্রতিযোগিতারও কমতি করি না আমরা। কে কত বাহারী রঙের, নরম ও মোটা দামী জায়নামায ব্যবহার করতে পারে!আফসোস!! অনেকেই একে হাল্কা করে দেখেন। বলেন, আমাদের এতে দৃষ্টি কাড়ে না….। অথচ রাসূল (স.) এর দৃষ্টি কেড়েছে।তাই সম্পর্কিত অতি গুরুত্বপূর্ণ একটি পুস্তিকা পবিত্র কুরআন ও হাদীসের আলোকে জায়নামাজ।সালাতের প্রাণকে বাঁচাতে হলে এখুনি পড়ুন, জানুন এবং মেনে চলুন।আল্লাহ তাওফীক দান করুন আমীন
Reviews
There are no reviews yet.