ক্যারিয়ারের সবচে ভালো অবস্থানে থাকার সময় চাকরি ছেড়ে আজনবি হয়েছিলেন ইমাম গাজ্জালি। আজকালকার হিসেবে প্রায় লাখ খানেক বেতন, কয়েক লাখ ফ্যান ফলোয়ার ছেড়ে চলে গিয়েছিলেন এক অজপাড়া গাঁয়ে। কেন? আজ এক ক্লিকে জানা যায় আল্লাহর ৯৯টি নাম। কিন্তু তবু অজানা আল্লাহর পরিচয়। নামাজ-রোজার সব ফিক্হ এখন সবাই জানেন। কিন্তু সালাতে নিবিড় আলাপনে মগ্ন হতে পারেন কজন? এত বই এত লেকচার স্বভাব-চরিত্রে কোনো প্রভাব ফেলছে না। কেন? ইমাম গাজ্জালির চে ভালো আর কে আছেন এগুলো হাতেকলমে শেখাতে? নিজেকে যিনি আমূলে বদলেছেন সব ছেড়ে, আত্মশুদ্ধ হতে তাঁর চে বড় উস্তাদ আর নেই। ইমাম গাজ্জালির দূর্মূল্য কথামালার দরিয়া থেকে মাত্র ৪০টি জহরত কুড়িয়ে এনেছেন গাজ্জালি-গবেষক ফিলিস্তিনের আল-কুদ্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাইখ মুস্তাফা আবু সাওয়ি। ইমাম গাজ্জালির চিরায়ত কথাগুলো ব্যাখ্যা করেছেন সমকালের চোখে। বর্তমান অস্থির সময়ে চাকরি বা ব্যবসা ছাড়া প্রায় কারও জন্যই বাস্তব সমাধান না। কিন্তু ইমাম গাজ্জালির আদর্শে কীভাবে এই সময়েও হয়ে ওঠা যায় আজনবি, শুদ্ধ করা যায় চিন্তা আর অন্তর, সেগুলোই আছে ‘মুগ্ধতায় ইমাম গাজ্জালি’ বইতে।
Reviews
There are no reviews yet.