ক্ষণিকের এই পৃথিবীতে একটু ভালো থাকার কতশত আয়োজন। নিদ্রা নেই, বিশ্রাম নেই- এই এক বিরামহীন যাত্রা। সবার একই লক্ষ্য দুনিয়ার প্রাচুর্য। রাত পোহায় আবার নতুন দিনের সূচনা হয়। এভাবেই মাসের পর মাস কেটে যায়। কিন্তু, আমাদের ব্যস্ততা আর উদাসীনতার মাত্রা বাড়ে বৈ কমে না। আমরা মুহূর্তেই ভুলে বসি আমাদের একদিন মরতে হবে, এই পৃথিবী একসময় তার সব মায়ামমতা নিয়ে ডুবে যাবে এবং তখন আমাদের দাঁড়াতে হবে আহকামুল হাকিমিন রবের দরবারে। ভেবেছি কি কখনও তখন আমাদের কী হাল হবে? আমরা ভাবি না, ভাবার ফুরসত নেই। তাই মহান আল্লাহ তায়ালা বিভিন্ন সময় হরেকরকম নিদর্শন দেখিয়ে আমাদের জানান দেন, মহাপ্রলয়ের দিন অত্যাসন্ন। সুতরাং, ওহে উদাসীন আত্মা! প্রস্তুতি নাও রবের সামনে দাঁড়াবার। যেদিন সবাই দিকভ্রান্ত উন্মাদের মতো হাজির হবে হাশরের ময়দানে। মরিচীকার পেছনে ছুটে চলা ঘুমন্ত জাতিকে জাগানোর লক্ষ্যেই “কিয়ামতের আলামত ও দাজ্জালের আগমন” গ্রন্থটির অবতারণা।
Reviews
There are no reviews yet.