বইটিতে সংক্ষেপে ইসলামের প্রত্যাশিত রাষ্ট্র সম্পর্কে জরুরি আলাপগুলো এসেছে জোরালোnভাষায়। ইসলামি আন্দোলনের লক্ষ্য, কর্মপন্থা, দায়িত্ব ইত্যাদি বিষয়ে বুনিয়াদি কথাগুলোnপাঠক পেয়ে যাবেন প্রশান্তিদায়কভাবে। লেখক পশ্চিমা কল্যাণরাষ্ট্র ধারণার অসারতা তুলেnধরেছেন এবং উপস্থাপন করেছেন পৃথিবীর ইতিহাসে মুহাম্মাদ সা. কর্তৃক প্রতিষ্ঠিতnসর্বোত্তম কল্যাণরাষ্ট্রের মডেল। ঝঞ্ঝাবিক্ষুব্ধ অশান্ত পৃথিবীতে ইনসাফ ও কল্যাণেরnফল্গুধারা পেতে মুহাম্মাদ সা.-এর পদাঙ্ক-অনুসারী রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। তাইnএক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা সর্বসাধারণের কাছে তুলেnধরতে হবে ব্যাপকভাবে। রাজনীতিবিদ, সাবেক সাংসদ মিয়া গোলাম পরওয়ার প্রণীত ছোট্টnবইটি এ বিষয়ে সহায়ক হবে, ইনশাআল্লাহ।
Reviews
There are no reviews yet.