মুনশী মেহেরউল্লাহ। জোছনার ছায়া নয়, গোলাপের ঘ্রাণ নয়, সমুদ্রের ফেনা নয়; বরং তিনি ছিলেন পরিপূর্ণ জোছনা, ছিলেন প্রস্ফুটিত গোলাপ এবং একটি সুবিশাল সমুদ্রের প্রতীক। বস্তুত বিপুল বিস্ময়কর সমুদ্রই তো!মুনশী মেহেরউল্লাহ মানেই এক সংগ্রামমুখর জীবন। একজন নির্ভীক সংগ্রামীর নাম। সাম্রাজ্যবাদীদের দৌরাত্ম্য থেকে বাংলার মুসলমানদের বাঁচাতে জ্ঞান ও যুক্তির হাতিয়ার নিয়ে তিনি রুখে দাঁড়িয়েছিলেন। রুখে দাঁড়িয়েছিলেন অসীম সাহসে।মুনশী মেহেরউল্লাহ খ্রিষ্টান মিশনারিদের চক্রান্ত থেকে বাংলার সরলমনা মুসলিমদের রক্ষা করেছেন। তাদের জাগিয়ে তুলেছেন। আত্মবিশ্বাসের বলে তাদের বলীয়ান করেছেন। হতাশার সাগর থেকে তাদের তুলে এনেছেন আশার সাম্পানে।nআমাদের ইতিহাসের কীর্তিমান কিংবদন্তি মুনশী মেহেরউল্লাহকে জানতে আমন্ত্রণ বইটির হরফের বাগানে।
Reviews
There are no reviews yet.