কুরআন সুন্নাহর আলোকে সহজ আকীদাঃnইসলামী আকীদার মূল ভিত্তি হলো, আল্লাহ, তাঁর ফেরেশতাগণ, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসুলগণ, শেষ দিবস ও তাকদীরের ভালো-মন্দের ওপর ঈমান আনয়ন করা।nআল্লাহ তা’আলা বলেন,nوَلَكِنَّ الْبِرَّ مَنْ مَامَنَ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْمَلَابِكَةِ وَالْكِتَب وَالنَّبِيِّينَ) [البقرة:n“কিন্তু সৎকর্ম হলো: যে ব্যক্তি আল্লাহ, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাবসমূহ ও নবীগণের ওপর ঈমান আনবে।” [সুরা আল-বাকারা: ১৭৭]nতিনি আরও বলেন,nءَامَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلِّ ءَامَنَ بِاللَّهِ وَمَلَبِكَتِهِ وَكُتُبِهِ.n“রাসুল তাঁর রবের পক্ষ থেকে যা তাঁর কাছে নাযিল করা হয়েছে তার ওপর ঈমান এনেছেন এবং মুমিনগণও। প্রত্যেকেই ঈমান এনেছে আল্লাহর ওপর, তাঁর ফেরেশতাগণ, তাঁর কিতাবসমূহ ও তাঁর রাসুলগণের ওপর।” [সুরা আল-বাকারা: ২৮৫]n.nতিনি আরও বলেন,nوَمَن يَكْفُرْ بِاللهِ وَمَايكتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ فَقَدْ ضَلَّ ضَائِلًا بَعِيدًاn“আর যে ব্যক্তি আল্লাহ, তাঁর ফেরশতাগণ, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসুলগণ ও শেষ দিবসের প্রতি কুফরী করে সে সুদূর বিভ্রান্তিতে পতিত হলো।” [সুরা আন-নিসা: ১৩৬]nজিবরীল আলাইহিস সালাম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান সম্পর্কে জিজ্ঞেস করলে উত্তরে তিনি বলেন,nأنْ تُؤْمِنَ بِاللهِ، وَمَلائِكَتِهِ، وَكُتُبِهِ، وَرُسُلِهِ، وَالْيَوْمِ الآخِرِ، وَتُؤْمِنَ بِالْقَدَرِ خَيْرِهِ وَشَرهn“ঈমান হলো এই যে, তুমি আল্লাহ, তাঁর ফেরেশতাগণ, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসুলগণ ও শেষ দিনের ওপর ঈমান রাখবে এবং তুমি তাকদীরের ভালো-মন্দের প্রতিও ঈমান রাখবে।”(২)n০২. মুসলিম, আস-সহীহ, হাদীস নং ৮। হাদীসটি উমার রাদ্বিয়াল্লাহু আনহু থেকেnবর্ণিত।
Reviews
There are no reviews yet.